“পুরনো বন্ধুত্বেই শিবিরের ঝুলিতে ছাত্রলীগের ভোট” – রিপন

“পুরনো বন্ধুত্বেই শিবিরের ঝুলিতে ছাত্রলীগের ভোট” – রিপন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে একইদিন একটি টকশোতে অংশ নিয়ে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রিপন।

তিনি বলেন, “যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন এবং তাদের সঙ্গে অনেকের পূর্বে থেকেই সুসম্পর্ক ছিল, একধরনের বন্ধুত্বও গড়ে উঠেছিল, তাই স্বাভাবিকভাবেই ছাত্রলীগের ভোট কোথাও না কোথাও যেতে হবে। পুরনো সম্পর্ক, ওল্ড টাই ওল্ড রিলেশন বলে একটা ব্যাপার থাকে। সেই সম্পর্কের কারণেই শিবিরের দিকে কিছু ভোট গিয়েছে।”

শিবির ও ছাত্রলীগের ঘনিষ্ঠতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “একসময় শিবির ছাত্রলীগের নাম ব্যবহার করেছে, এমনকি পদেও থেকেছে। পরে শেখ মুজিবের ভাস্কর্যের সামনে ছবি তুলেছে, ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে থেকেছে। এসব প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি। যদিও আমরা সিনিয়র, সারাক্ষণ ক্যাম্পাসে বা ফেসবুকে থাকতে পারি না। তবে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং তারা খুব বেশি অস্বীকারও করতে পারেনি। কারণ, ফেসবুকের পুরনো পোস্ট, ছবি ও স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। ফলে সম্পর্ক যে ছিল, তা অস্বীকার করা যায় না।”

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদে জয় পেয়েছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। ভিপি পদে নির্বাচিত হয়েছেন মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান।

এ ছাড়া ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্রার্থীরা, আর বাকি তিনটি পদ দখল করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের প্রতিটি ১৩টি পদে লড়েছেন মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement