জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০০, ১১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুরুতেই রাশিয়ান রাষ্ট্রদূত জামায়াত আমিরের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাশিয়ার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর অ্যানটন চেরনোভ।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। এতে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি ভবিষ্যতেও দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়।

বৈঠকে রাশিয়ান রাষ্ট্রদূত মস্কোয় আয়োজিত একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে অংশ নেওয়ার জন্য ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান। জামায়াত আমির আমন্ত্রণটি সানন্দে গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement