অনিল আম্বানির ৩৫ কোটি ডলার বাজেয়াপ্ত ইডির নির্দেশে

অনিল আম্বানির ৩৫ কোটি ডলার বাজেয়াপ্ত ইডির নির্দেশে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৩, ৩ নভেম্বর ২০২৫

ভারতের বিশিষ্ট ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই ও শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে বড় ধরনের আর্থিক ব্যবস্থাপনা অনিয়মের অভিযোগ উঠেছে।

ভারতের অর্থনৈতিক গোয়েন্দা এবং আইন প্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অনিল আম্বানির ৩৫ কোটি ১০ লাখ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপি, বাজেয়াপ্তের আদেশ দিয়েছে। এই আদেশ আজ শুক্রবার (৩ নভেম্বর) রাজধানী নয়াদিল্লির ইডির প্রধান কার্যালয় থেকে জারি করা হয়।

অনিলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি তার মালিকানাধীন রিলায়েন্স গ্রুপের মাধ্যমে ভারতের ইয়েস ব্যাংক থেকে ৫৬ কোটি ৯০ লাখ ডলার ঋণ নিয়েছিলেন। এই ঋণ তিনি তার নিজস্ব সংস্থা, রিলায়েন্স হোম ফিন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফিন্যান্স লিমিটেডের নামে গ্রহণ করেছিলেন। তবে ঋণের অর্থ তিনি ফেরত দেননি এবং অভিযোগ রয়েছে, এর একটি বড় অংশ বিদেশে পাচার করেছেন।

মুকেশ ও অনিলের বাবা ধীরুভাই আম্বানি ছিলেন ভারতের শীর্ষ শিল্পপতি। তাদের মা কোকোলাবেন আম্বানি। ধীরুভাইয়ের মালিকানাধীন রিলায়েন্সের অধীনে বহু শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হতো। ২০০২ সালে ধীরুভাইর মৃত্যু হওয়ার পর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। বিষয়টি সমাধান করতে মা কোকোলাবেন সম্পত্তি দুই ভাগে ভাগ করে দেন। মুকেশের অংশের ব্যবসার নাম রাখা হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং অনিলের অংশের নাম হয় রিলায়েন্স এডিএ গ্রুপ।

মুকেশের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মূলত জ্বালানি তেল আমদানি ও পরিশোধন, পেট্রোকেমিক্যালস উৎপাদন, টেলিকম, মিডিয়া ও বিনোদন খাতে কার্যক্রম চালায়। অন্যদিকে, অনিলের রিলায়েন্স এডিএ গ্রুপ ভবন ও অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন এবং আর্থিক পরিষেবা খাতের ব্যবসার ওপর মনোনিবেশ করেছে। এই ঘটনার মাধ্যমে ভারতের অন্যতম ব্যস্তশালী শিল্প পরিবারের বিতর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করল, যেখানে আর্থিক ও আইনি দ্বন্দ্বও জটিল হয়ে উঠেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement