রেনুকা-ক্রান্তিকে দুই মুখ্যমন্ত্রীর কোটি টাকার পুরস্কার

রেনুকা-ক্রান্তিকে দুই মুখ্যমন্ত্রীর কোটি টাকার পুরস্কার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫৫, ৩ নভেম্বর ২০২৫

সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। ঐতিহাসিক এই সাফল্যে দেশজুড়ে চলছে অভিনন্দনের বন্যা।

দলের দুই প্রধান পেসার রেনুকা সিং ঠাকুর ও ক্রান্তি গৌড় পেয়েছেন নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিশেষ স্বীকৃতি ও পুরস্কার।

হিমাচল প্রদেশের সিমলার রোহরু এলাকার সন্তান রেনুকা সিং ঠাকুরের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে মুখ্যমন্ত্রী সুখবীন্দর সিং সুখ ঘোষণা করেছেন এক কোটি রুপি পুরস্কার। শুধু পুরস্কারই নয়, ফোনে সরাসরি রেনুকার সঙ্গে কথা বলে অভিনন্দন জানিয়েছেন তিনি।

অন্যদিকে মধ্যপ্রদেশের ছাত্রাপুর জেলার পেসার ক্রান্তি গৌড়ও পেয়েছেন এক কোটি রুপির পুরস্কার। মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, ক্রান্তির সাফল্য শুধু রাজ্যের নয়, গোটা দেশের গর্বের বিষয়।

রোববার ফাইনালে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ভারত তোলে ৭ উইকেটে ২৯৮ রান। জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া দল। ৫২ রানের দারুণ জয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শিরোপা তুলে নেয় ভারত, আর সেই সঙ্গে রেনুকা ও ক্রান্তি হয়ে ওঠেন ভারতের নতুন নায়িকা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement