মেয়েদের দলের কোচকে সরিয়ে দিল পিসিবি

মেয়েদের দলের কোচকে সরিয়ে দিল পিসিবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৮, ৪ নভেম্বর ২০২৫

ভারতে অনুষ্ঠিত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫–এ পাকিস্তান নারী দলের হতাশাজনক পারফরম্যান্সের পর হেড কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে সোমবার সেই সিদ্ধান্ত কার্যকর করেছে তারা। হেড কোচ মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে চুক্তি নবায়ন না করে তার মেয়াদ শেষ করেছে বোর্ড।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘পাকিস্তান নারী জাতীয় দলের হেড কোচ হিসেবে মোহাম্মদ ওয়াসিমের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নতুন প্রধান কোচ নিয়োগের কাজ চলছে, খুব শিগগিরই উত্তরসূরির নাম ঘোষণা করা হবে।’

পিসিবি জানিয়েছে, নতুন প্রধান কোচ নিয়োগ প্রক্রিয়াটি নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যতের পরিকল্পনার অংশ। ওয়াসিম ২০২৪ সালে পূর্ণ কোচিং দায়িত্ব নেন, তবে তার অধীনে পাকিস্তান দল এবারের বিশ্বকাপে একটিও জয় পায়নি। চার ম্যাচে হার এবং তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় দলটি একেবারেই ছন্দে ফিরতে পারেনি।

তবুও পাকিস্তান দলের বোলিং ইউনিট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে দারুণ লড়াই করে প্রশংসা কুড়িয়েছে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে পাকিস্তান তাদের সব সাতটি ম্যাচ খেলেছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, যেখানে তারা ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের কাছে হারের মুখ দেখেছে।

বিশ্লেষকদের মতে, নতুন কোচের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান নারী দলের জন্য এটি হতে পারে নতুন শুরু, যেখানে দলটি আগের ব্যর্থতা পেছনে ফেলে ভবিষ্যতের বড় সাফল্যের দিকে এগিয়ে যেতে চায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement