এবার হাদিকে হত্যাচেষ্টা করা ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ
Published : ১১:৪০, ১৪ ডিসেম্বর ২০২৫
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এপল সফট আইটি লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
রোববার (১৪ ডিসেম্বর) এনবিআরের এক ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর একজন সদস্য। তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আর্থিক কার্যক্রম ঘিরে বিভিন্ন লেনদেনের তথ্য যাচাই-বাছাইয়ের অংশ হিসেবেই এই ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিআইসি সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, আয়-ব্যয় এবং সম্ভাব্য অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
বিডি/এএন































