আবার বাড্ডায় বাসে আগুন

আবার বাড্ডায় বাসে আগুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩১, ১৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মিরপুরগামী আছিম পরিবহনের একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের কাছাকাছি এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়।

ঘটনার বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও একই এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে দেওয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় যাত্রীবেশে বাসে উঠে তারা অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছিল পুলিশ। ওই ঘটনায় কোনো হতাহত হয়নি।

এ প্রসঙ্গে বাড্ডা থানার আরেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন জানান, গুদারাঘাট এলাকার বাড্ডা লিংক রোডে দেওয়ান পরিবহনের বাসটিতে যাত্রী সেজে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সৌভাগ্যবশত, ওই ঘটনাতেও কোনো যাত্রী হতাহত হননি।

পরপর দুই দফা বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং দোষীদের শনাক্তে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement