সুদানে ড্রোন হামলায় রাজবাড়ীর সৈনিক শামীম রেজাসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে ড্রোন হামলায় রাজবাড়ীর সৈনিক শামীম রেজাসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০২, ১৪ ডিসেম্বর ২০২৫

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে এক ভয়াবহ ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান সৈনিক শামীম রেজা, বীরসহ ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন। একই ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে সুদানের কাদুগলি লজিস্টিক বেসে এই ড্রোন হামলা চালানো হয়। রোববার (১৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে শহীদ ও আহত শান্তিরক্ষীদের পরিচয় নিশ্চিত করে।

রাজবাড়ীর গর্ব শহীদ সৈনিক শামীম রেজা, বীর
এই হামলায় শহীদদের মধ্যে রয়েছেন রাজবাড়ী জেলার কৃতী সন্তান সৈনিক শামীম রেজা, বীর। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথে তার এই আত্মত্যাগ রাজবাড়ীবাসীর জন্য গভীর শোকের পাশাপাশি গর্বের প্রতীক হয়ে থাকবে। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানকে তিনি আরও একবার মর্যাদার আসনে তুলে ধরেছেন।

হামলায় শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীরা
কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর)

সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)

সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী)

সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)

মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)

লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)

আহত শান্তিরক্ষীদের অবস্থা
হামলায় আহত আটজন শান্তিরক্ষীর মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও সফল অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আইএসপিআর জানিয়েছে, তারা সবাই এখন শঙ্কামুক্ত।

সেনাবাহিনীর প্রতিক্রিয়া
বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে,
“শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের এক গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।”

একই সঙ্গে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement