মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশ পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়বেন।
এদের মধ্যে একজন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাম্পের সময় হেলমেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি ধারণ করবেন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এই ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপন করতে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। আশিক চৌধুরী বিশেষভাবে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় এই হেলমেট ব্যবহার করবেন।
বিজয় দিবসে সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। এরপর সকাল ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর প্যারাট্রুপাররা পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তিনি তখন জাতীয় সংসদের ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন এবং ওই রাত থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
































