রংপুরে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

রংপুরে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ২০:৫১, ১৪ ডিসেম্বর ২০২৫

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মক্তাগাড়ি গ্রামের ওমরপুরগামী কাঁচা রাস্তার পাশে ধানক্ষেত থেকে নুরুল ইসলাম (৫৫) নামে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎

নিহত নুরুল ইসলাম উপজেলার চতরা ইউনিয়নের সোনাতলা গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে। এলাকাবাসী বলেন, রবিবার সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেওয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলকে মরদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement