ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন।
এমন সংকটময় পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি ঘটনার পেছনের বিভিন্ন দিক তুলে ধরেন। ফাতিমা তাসনিম লেখেন, যে আসামিকে ইতোমধ্যে একবার গ্রেপ্তার করা হয়েছিল, তার সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য সংশ্লিষ্ট সংস্থার কাছে রয়েছে। এরপরও তাকে শনাক্ত করতে না পারা কিংবা আটক করতে ব্যর্থ হওয়াকে তিনি বিশ্বাসযোগ্য মনে করেন না।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, তাদের দৃঢ় বিশ্বাস—আসামি আদৌ পালিয়ে যায়নি। বরং ‘পালিয়ে গেছে’ বলে হতাশা ছড়ানো হচ্ছে, যাতে দায় এড়ানো যায় অথবা তাকে পালাতে সহযোগিতা করার একটি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।
ইনকিলাব মঞ্চের এই নেত্রী আরও লেখেন, এই ঘটনা কোনো একক ব্যক্তির কাজ নয় এবং একজনের দ্বারা এটি কার্যকরও হয়নি। বরং একটি পূর্ণাঙ্গ সিন্ডিকেট এর সঙ্গে জড়িত, যারা এখনও সক্রিয় রয়েছে। এমনকি খুনিদের সহযোগীরা হাসপাতালে উপস্থিত ছিল বলেও তাদের কাছে তথ্য রয়েছে বলে তিনি দাবি করেন।
স্ট্যাটাসের শেষ অংশে ফাতিমা তাসনিম জুমা বলেন, তারা পুরো সিন্ডিকেটকে জীবিত অবস্থায় গ্রেপ্তার হতে দেখতে চান। একই সঙ্গে ওসমান হাদিসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তিনি। তিনি লেখেন, তারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তবে এই ধৈর্যেরও একটি সীমা রয়েছে।































