জাতীয় নির্বাচন পরিচালনায় বিএনপি আলাদা কার্যালয় করছে

জাতীয় নির্বাচন পরিচালনায় বিএনপি আলাদা কার্যালয় করছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে নতুন কার্যালয় স্থাপন করছে বিএনপি।

এই উদ্যোগের অংশ হিসেবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে আগামী সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে নতুন কার্যালয় এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে।

রোববার (১৪ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় নির্বাচন পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে গুলশান-২ এলাকার রোড নম্বর ৯০-এর বাড়ি নম্বর ১০/সি-তে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কার্যালয়টি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একেবারে নিকটবর্তী এলাকায়, ইউনিমার্টের বিপরীতে অবস্থিত। নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম সমন্বয় ও ব্যবস্থাপনা সহজ করতেই এই কার্যালয় স্থাপন করা হচ্ছে।

শায়রুল কবির খান আরও জানান, সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত বিষয়েও দলের অবস্থান ও বক্তব্য উপস্থাপন করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement