হাদির পক্ষে ভোট চাইছেন মহিউদ্দিন রনি

হাদির পক্ষে ভোট চাইছেন মহিউদ্দিন রনি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১২, ১৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন।

প্রায় দেড় মাস ধরে প্রতিদিন ভোরের ফজরের নামাজের পর মসজিদের সামনে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও প্রচারণা চালাতেন।

কিন্তু সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ায় তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছেছেন, ফলে তার নিজস্ব প্রচারণা এখন বন্ধ রয়েছে। এই শূন্যতা পূরণ করতে তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। রনি ভোটারদের কাছে হাদির জন্য ভোট চাচ্ছেন এবং তার সুস্থতার জন্য দোয়াও কামনা করছেন।

রোববার (১৪ ডিসেম্বর) রনি ফেসবুকে একটি পোস্টে জানান, ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেছেন। তিনি লিখেছেন, “ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।”

রনি আরও জানান, হাদির জন্য বহু মানুষ ইতিমধ্যেই দোয়া করছে। তিনি বলেন, “ভাই মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, ‘আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি।’ আমি শত শত মানুষের কাছে একই কথা শুনেছি।

এই দৃশ্য আমাকে বিশ্বাস করতে শেখাচ্ছে যে ওসমান হাদি শিগগিরই ফিরে আসবেন। আমার ভেতরে আশার আলো জাগছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরে আসবেন।”

এদিকে শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশে পাঠানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement