মা-মেয়ে হত্যায়: দায় স্বীকার সেই গৃহকর্মীর স্বামীর

মা-মেয়ে হত্যায়:  দায় স্বীকার সেই গৃহকর্মীর স্বামীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪২, ১৫ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলায় আসামি গৃহকর্মী আয়েশার স্বামী রাব্বি শিকদার আদালতে দায় স্বীকার করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ড শেষে আদালতে হাজির করা রাব্বি শিকদারের জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এবং মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম।

এর আগে ১০ ডিসেম্বর সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১১ ডিসেম্বর আয়েশার ছয় দিন ও রাব্বির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ৫ ডিসেম্বর আসামি আয়েশা বাদীর বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে যোগ দেন। ৮ ডিসেম্বর সকাল অনুমান ৭টার সময় তিনি নিজের কর্মস্থলে যান।

কিছু সময় পরে তিনি স্ত্রী ও মেয়ের অবস্থা দেখে মর্মাহত হন। লায়লার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে জখম করা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়। মেয়ের গলার ডান দিকেও কাটা দেখা যায়।

মর্মান্তিক ঘটনায় মেয়েকে উদ্ধার করে পরিছন্নতাকর্মী মো. আশিক শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, বাদী আজিজুল বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় উপস্থিত হন এবং সকাল ৯টা ৩৫ মিনিটের মধ্যে তার মেয়ের মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে চলে যান। পর্যালোচনা করে নিশ্চিত হয় যে, ওই সময়ের মধ্যে আয়েশা স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement