হাদি হত্যাচেষ্টা মামলায় আরও ২ জন আটক

হাদি হত্যাচেষ্টা মামলায় আরও ২ জন আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২৫, ১৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী আরও দুজনকে আটক করেছে। এর ফলে এই ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, হাদির ওপর হামলার ঘটনায় ঢাকার পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আওতায় আটককৃতদের মধ্যে রয়েছেন— ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সাল মাহমুদ করিমের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। তাদের সবাইকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার দুই দিন পর রোববার মধ্যরাতে এই মামলাটি দায়ের করা হয়। মামলায় হত্যাচেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ একাধিক গুরুতর ধারার উল্লেখ করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি করেন। এতে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়াকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement