হাদির ওপর আক্রমণকারী আ.লীগের লোক: ফখরুল

হাদির ওপর আক্রমণকারী আ.লীগের লোক: ফখরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৩, ১৫ ডিসেম্বর ২০২৫

জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, পাশাপাশি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারী আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক সময়ে হাদির ওপর সংঘটিত হামলার ঘটনায় প্রকৃত হামলাকারীকে শনাক্ত করা গেছে এবং সে আওয়ামী লীগের লোক। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর ও রাজনৈতিকভাবে অসৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, বাংলাদেশের যত ইতিবাচক অর্জন রয়েছে, তার পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ঐতিহাসিক ভূমিকা রয়েছে। বর্তমানে সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার পথ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব সতর্ক করে বলেন, একটি বিশেষ গোষ্ঠী দেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার মতে, আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হবে নাকি আবারও পিছনের দিকে ফিরে যাবে।

তিনি আরও উল্লেখ করেন, ২৪-এর জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যেই নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের অধীনে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও শঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাদের সম্মান ও অধিকার পূর্ণভাবে রক্ষা করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement