বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগে লন্ডনে শেষবারের মতো দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
লন্ডনের সিটি প্যাভিলিয়নে মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এই মঞ্চ থেকেই দেশে ফেরার আগে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সর্বশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এ সভার মাধ্যমে মূলত তিনি নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন।
উক্ত অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম. আহমেদ ইতিমধ্যেই বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সময়ের সীমাবদ্ধতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো বৈঠক বা অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। দলীয় সূত্রে জানা যায়, দেশে ফেরার সময়, ২৪ ডিসেম্বর, লন্ডনের কিংসস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীরা তাকে বিদায় জানাবেন।
তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ডা. জাইমা রহমান তার সঙ্গে থাকবেন। এছাড়া সফরসঙ্গী হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুর রহমান সানি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দীন এবং মিডিয়া টিমের সদস্য সালেহ শিবলীসহ যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে দেশে ফিরবেন। দলের সিনিয়র নেতারা ও তাকে সঙ্গে নিয়ে আসতে লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।





























