নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এক দুর্ঘটনায় আহত হয়েছেন।
হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় জনসংযোগে অংশ নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
এতে তিনি তার বাঁ পায়ে আঘাত পান। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি দ্রুত গতিতে চলছিল এবং অল্প বয়সী চালকের অসাবধানতার কারণে গাড়িটি মাসউদের পায়ের ওপর উঠে যায়। তবে চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, তার কোনো হাড় ভাঙেনি, যদিও আঘাতপ্রাপ্ত পা কিছুটা ফোলা রয়েছে।
আঘাত পাওয়ার পরও প্রাথমিক অসুস্থতাকে গুরুত্ব না দিয়ে হান্নান মাসউদ কিছু সময় প্রচারণা কার্যক্রম চালিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে যান। এ বিষয়ে তিনি নিজেই বলেন, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং অল্প বয়সী চালকের অসাবধানতা থেকেই এটি ঘটেছে। এতে কাউকে দায়ী করার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই থেকে একদিন বিশ্রাম নিলেই তিনি আবার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন।





























