কুমিল্লায় দুই শিক্ষকের তুমুল মারামারির ভিডিও ভাইরাল
Published : ১৫:০৫, ১৫ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবস ঘিরে প্রতি বছরই লাল-সবুজে ছেয়ে যায় দেশ। উড়তে থাকে জাতীয় পতাকা, আয়োজন করা হয় নানা উৎসব ও কর্মসূচির।
তবে এই উদযাপনের মাঝেই স্বাধীনতার প্রকৃত অর্থ নিয়ে ভিন্নধর্মী প্রশ্ন তুলেছেন ‘গাল্লিবয়’ খ্যাত সংগীতশিল্পী মাহমুদ হাসান তাবীব।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লেখায় তিনি স্মরণ করিয়ে দিয়েছেন—স্বাধীনতা কেবল পতাকা বা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে সীমাবদ্ধ নয়। তার মতে, স্বাধীনতা মানে হলো ভয়হীনভাবে বেঁচে থাকার অধিকার, আর সেই অধিকার এখনো পুরোপুরি অর্জিত হয়নি বলেই দেশের মানুষ প্রকৃত অর্থে স্বাধীন নয়।
বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীর আগের দিন সোমবার (১৫ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাবীব লেখেন, আকাশে লাল-সবুজ পতাকা উড়লেই মানুষ স্বাধীন—এই ধারণাটিই আমাদের সবচেয়ে বড় ভুল। তার ভাষায়, ‘পতাকা উড়ছে মানেই মানুষ মুক্ত—এই মিথ্যেকেই আমরা স্বাধীনতা বলে উদযাপন করি।’
পোস্টের মন্তব্যের ঘরে তিনি স্বাধীনতার ব্যাখ্যাকে আরও স্পষ্ট করে তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, ‘স্বাধীনতা কোনো পতাকা নয়, কোনো তারিখও নয়। স্বাধীনতা হলো ভয় ছাড়াই বেঁচে থাকার অধিকার। আর সেই অধিকার আমরা এখনও আদায় করতে পারিনি।’
তাবীবের এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অসংখ্য নেটিজেন। কেউ মন্তব্য করেছেন, ‘আমরা আসলে স্বাধীন নই।’ আবার কেউ লিখেছেন, ‘দেশ স্বাধীন হলেও আজও মানুষ স্বাধীন হতে পারেনি।’ আরেকজনের মতে, ‘স্বাধীনতা সবাই ধরে রাখতে বা রক্ষা করতে পারে না।’
উল্লেখ্য, ২০১৯ সালে ‘গাল্লিবয়’ শিরোনামের গান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন মাহমুদ হাসান তাবীব। বাস্তবতা, প্রতিবাদ এবং জীবনের কঠিন সত্য তুলে ধরা তার গানগুলো তরুণ সমাজের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করে। দেশীয় সংগীতের পাশাপাশি তিনি বলিউডের গানেও কণ্ঠ দিয়েছেন।
বিডি/এএন


































