ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সফলভাবে সিঙ্গাপুরে পৌঁছেছে। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে নামার পরপরই ওসমান হাদিকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। হাসপাতালটির অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার উন্নত ও বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওসমান হাদিকে বিদায় জানানোর পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে তার চিকিৎসা কার্যক্রম বাংলাদেশ হাইকমিশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদির সঙ্গে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন নার্স। এছাড়া তার বড় ভাইও তার সঙ্গে সিঙ্গাপুরে গেছেন, যিনি পুরো চিকিৎসা প্রক্রিয়ায় পাশে থাকবেন।




























