মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু ঘটেছে। এই দুঃখজনক ঘটনা ঘটে মুষলধারে বৃষ্টিপাতের কারণে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এ খবর প্রকাশ করে।
রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারক এসএনআরটি নিউজ জানিয়েছে, রোববার হঠাৎ ভারি বৃষ্টিপাতের পর কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে দু’জনকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাফি শহরের রাস্তা কাদাযুক্ত পানির স্রোতে ভেসে যাচ্ছে, যেখানে গাড়ি ও আবর্জনার বাক্সও বহন করা হচ্ছে। মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিপাতের পর ঐতিহাসিক পুরনো শহরের কমপক্ষে ৭০টি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।
স্থানীয় সরকার জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে সুরক্ষিত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

































