আজ মহান বিজয় দিবস
Published : ২৩:১৯, ১৫ ডিসেম্বর ২০২৫
১৬ ডিসেম্বর বাঙালির ইতিহাসে শুধু একটি তারিখ নয়, এটি আত্মত্যাগ, অশ্রু আর অদম্য সাহসের এক চিরন্তন স্মারক।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পেয়েছিল কাঙ্ক্ষিত মুক্তি, পেয়েছিল একটি লাল-সবুজের পতাকা আর স্বাধীন পরিচয়।
এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেই লাখো শহীদের কথা, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন মাতৃভূমির স্বাধীনতার জন্য।
মনে করিয়ে দেয় অসংখ্য মা-বোনের না বলা কষ্ট, সম্ভ্রমহানির যন্ত্রণা আর অপেক্ষার দীর্ঘ রাতগুলোর কথা। তাদের ত্যাগের বিনিময়েই জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ।
১৬ ডিসেম্বর মানেই বিজয়ের উল্লাস, কিন্তু সেই উল্লাসের গভীরে লুকিয়ে আছে গভীর বেদনা ও গর্বের মিশ্র অনুভূতি। যাদের জীবন দিয়ে এই বিজয় এসেছে, তারা আজও আমাদের পথচলার প্রেরণা।
তাদের আদর্শ ধারণ করেই এগিয়ে যেতে হবে আগামীর বাংলাদেশ গড়ার পথে।
এই দিনে আমরা শপথ নিই—স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, বিজয়ের আলো যেন প্রজন্ম থেকে প্রজন্মে জ্বলে থাকে—এই হোক ১৬ ডিসেম্বরের অঙ্গীকার।
বিডি/এএন

































