বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৫, ১৫ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব স্মারক সামগ্রী উন্মোচন করেন। বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতেই এই স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট উপকরণ প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন। উপস্থিত অতিথিরা বিজয় দিবসের গুরুত্ব ও স্মারক ডাকটিকিটের ঐতিহাসিক মূল্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement