মেহেরপুরে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং এনসিপি জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম।
দীর্ঘ সময় ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজের ঘটনায় তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, নিখোঁজ কামরুল ইসলাম মেহেরপুর ফিলিং স্টেশন পরিচালনা করতেন। পাশাপাশি তিনি মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়া এলাকার বাসিন্দা হায়দার আলীর ছেলে।
তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর তার বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি হাঙ্ক মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। ওই সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল রঙের ব্লেজার।
তিনি আরও জানান, নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এতে করে পরিবারটি দিন দিন আরও দুশ্চিন্তা ও আতঙ্কে সময় কাটাচ্ছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিখোঁজ কামরুল ইসলামের সন্ধানে পুলিশ বিভিন্নভাবে অনুসন্ধান চালাচ্ছে। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।




























