রাজধানীতে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানার জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম জান্নাত আরা রুমী (৩০)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মো. জাকির হোসেনের মেয়ে। পাশাপাশি তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement