শহীদ হাদি আগেই সতর্ক করেছিলেন রিকশায় হামলার সম্ভাবনা

শহীদ হাদি আগেই সতর্ক করেছিলেন রিকশায় হামলার সম্ভাবনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৯, ২০ ডিসেম্বর ২০২৫

শহীদ শরিফ ওসমান হাদি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, মৃত্যুর আগে তার ওপর আক্রমণের সম্ভাবনার কথা আগেই প্রকাশ করেছিলেন।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করেছিলেন যে, দেশের পরিস্থিতিতে মাত্র পাঁচ হাজার টাকায় কাউকে হত্যা করানো সম্ভব। তিনি বলেন, “আমি যে রিকশায় ঘুরি, একটি মাদকাসক্ত ব্যক্তিকে কিছু টাকা দিলেই তারা আমাকে হত্যা করে পালিয়ে যাবে।”

তিনি আরও উল্লেখ করেছিলেন, রাজনৈতিক অনুষ্ঠানে লোকসমাগম নিয়ে যে চক্রান্ত চলে, তাতে অনেক সময় শুধুমাত্র একটি ছোট পরিমাণ অর্থ দিয়ে নির্দিষ্ট কিছু মানুষকে মিছিলে নামানো হয়।

এবং ধরা পড়লে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। হাদি মনে করতেন, দেশের সামাজিক ও রাজনৈতিক সংস্কার কেবল কথার মাধ্যমে সম্ভব নয়; মানুষের আর্থিক স্থিতিশীলতা ছাড়া কোনও প্রকৃত পরিবর্তন আসবে না। তার ভাষ্য অনুযায়ী, চরম দারিদ্র্য মানুষের মধ্যে দুর্নীতি ও অপরাধ প্রবণতা বাড়ায় এবং উন্নত রাষ্ট্রের পথ দীর্ঘ ও কঠিন হয়ে দাঁড়ায়।

এর আগে, ১২ ডিসেম্বর, রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় হাদিকে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয়।

মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

আজ শনিবার বাদ জোহর, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শহীদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে।

তার মৃত্যুর ঘটনায় দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে শোক ও নিন্দার ছাপ পরেছে, এবং তার সতর্ক বার্তা ও ন্যায়বিচারের আহ্বান মানুষের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement