‘হাদির রক্ত বৃথা গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে’

‘হাদির রক্ত বৃথা গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৩, ২০ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির হত্যাকাণ্ডকে জাতির জন্য এক মর্মান্তিক কালো অধ্যায় উল্লেখ করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, “হাদির রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।

হাদির রক্ত বৃথা গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে।” তিনি বলেন, হাদির হত্যাকারীরা ইতিহাসে কাপুরুষ হিসেবেই ঘৃণিত হয়ে থাকবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ’ শীর্ষক আয়োজিত এক ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে কিরণ বলেন, পরাজিত ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা এখনো হুমকি, ধামকি ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

হাদি হত্যার পর জাতীয় নেতৃবৃন্দ ও প্রার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি ওঠায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর সরকার যেন এসএসএফের মাধ্যমে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে—এমন প্রত্যাশা তিনি ব্যক্ত করেন।

তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমানে দেশে প্রায় ৪০ শতাংশ ভোটার তরুণ। বিগত তিনটি নির্বাচনে তারা প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আসন্ন নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে তরুণ ভোটাররাই হবে সবচেয়ে বড় ফ্যাক্টর এবং ট্রামকার্ড। তবে কোন প্রতীকে ভোট দেবে—তা নিয়ে তরুণরা এখনো দোদুল্যমান বলেও মন্তব্য করেন তিনি।

ছায়া সংসদে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক কাজী হাফিজ, মো. আলমগীর হোসেন, জাকির হোসেন লিটন, কাজী জেবেল ও মো. আতিকুর রহমান।

ছায়া সংসদ বিতর্কে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজকে পরাজিত করে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ–এর বিতার্কিকরা বিজয়ী হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement