অ্যাওয়ার্ডের ভিড়ে হারাচ্ছে কাজের মূল্যায়ন—মুকিত জাকারীয়ার অভিযোগ
Published : ২২:২৯, ২০ ডিসেম্বর ২০২৫
গতকাল ১৯ ডিসেম্বর রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনে শেষ হলো "সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫"। এ অনুষ্ঠানে সেরা অভিনেতা হিসেবে সম্মাননা লাভ করেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক মুকিত জাকারীয়া।
তবে অ্যাওয়ার্ড গ্রহণের মুহূর্তেই কেবল আনন্দ নয়, বরং বর্তমান নাট্য ও বিনোদন জগতের নানা অসঙ্গতি নিয়ে নিজের ক্ষোভ ও হতাশার কথাও অকপটে তুলে ধরেন তিনি।
মুকিত জাকারীয়া বলেন, বর্তমানে কাজের তুলনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংখ্যা অনেক বেশি। তাঁর ভাষায়, “এখন অ্যাওয়ার্ড মঞ্চে এমন অনেক মুখ দেখা যায়, যাদের কখনো টেলিভিশনের পর্দায় দেখা যায়নি, নেই উল্লেখযোগ্য কাজ।
তারা কেন এবং কীভাবে অ্যাওয়ার্ড পায়—এই প্রশ্ন থেকেই যায়। বর্তমান নাটকের কনটেন্ট নিয়েও কড়া সমালোচনা করেন এই মডেল ও অভিনেতা। তিনি বলেন, এক শ্রেণির পরিচালক ভিউয়ের নেশায় নাটকে অপ্রয়োজনীয় অশ্লীল শব্দ ও স্লাং ব্যবহার করছেন। এর ফলে দিন দিন অশ্লীলতার কারণে নাটকের মান যেমন কমছে, তেমনি একই সঙ্গে কিছু ভালো ও মানসম্মত কাজও হচ্ছে।
তবে মানসম্মত গল্প কিংবা দক্ষ শিল্পীদের মূল্যায়নের বদলে সামাজিক যোগাযোগমাধ্যমে যাদের ভিউ বেশি, তাদের নিয়েই বেশি কাজ করা হচ্ছে। এতে করে সুস্থ ধারার নাটক ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি দীর্ঘ অভিনয়জীবনে মুকিত জাকারীয়া নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন বহুমাত্রিক শিল্পী হিসেবে।

ক্যারিয়ারের শুরুতে তাঁর অভিনীত প্রথম নাটক ‘শরাফ আহমেদ জীবনের 'শাড়ী’ দর্শকমহলে আলাদা করে দৃষ্টি কাড়ে। এরপর একে একে অভিনয় করেছেন জনপ্রিয় ও আলোচিত অসংখ্য নাটকে। এখন পর্যন্ত তিনি কাজ করেছেন ১১০০টিরও বেশি নাটকে, যা তাঁকে টেলিভিশন নাটকের অন্যতম ব্যস্ত ও অভিজ্ঞ অভিনেতার কাতারে রেখেছে।
নাটকের পাশাপাশি সিনেমা ও ওয়েব কনটেন্টেও রয়েছে তাঁর শক্ত অবস্থান। তিনি অভিনয় করেছেন প্রায় ২১ টি সিনেমা ও ২৭টি ওয়েব সিরিজেে, যেখানে চরিত্রাভিনয়ে তাঁর পরিমিত অভিনয় ও সাবলীল উপস্থিতি দর্শকপ্রশংসা পেয়েছে। এছাড়া তিনি কাজ করেছেন ৯৪টি বিজ্ঞাপনচিত্রে, যা তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়।
শুধু অভিনয় নয়, পেশাগত জীবনেও তিনি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদেশি একটি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে বর্তমানে একটি জয়েন্ট অ্যাডভেঞ্চার কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন মুকিত জাকারীয়া। অভিনয়, মডেলিং ও কর্পোরেট জীবনের সমন্বয় ঘটিয়ে তিনি নিজেকে একজন দায়িত্বশীল শিল্পী ও পেশাজীবী হিসেবে তুলে ধরেছেন।
দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ইতোমধ্যে অর্জন করেছেন প্রায় ২০টি সম্মাননা। তবে পুরস্কারের সংখ্যা নয়, কাজের মানকেই তিনি সবসময় বেশি গুরুত্ব দেন বলে জানান।

সবশেষে দর্শকদের উদ্দেশে বিনয়ী কণ্ঠে তিনি বলেন, আমাদের ক্ষমা করবেন। আমরা সব সময় আপনাদের ভালো নাটক উপহার দিতে পারছি না। তবে বিশ্বাস করি, সুস্থ ধারার নাটক আবার ফিরে আসবে।
অ্যাওয়ার্ডের আলোঝলমলের মাঝেও মুকিত জাকারীয়ার এই বক্তব্য যেন শিল্পীর দায়বদ্ধতা ও আত্মসমালোচনার এক বাস্তব প্রতিচ্ছবি—যা বর্তমান বিনোদন জগতের জন্য নিঃসন্দেহে ভাবনার খোরাক।
বিডি/এএন

































