ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনার প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগকে লক্ষ্য করে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ঢাকা–৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে দেওয়া ওই পোস্টে ইশরাক হোসেন লেখেন, হাদির জন্মই হয়েছিল দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগ্রাম করতে করতে শহীদ হওয়ার জন্য। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, যারা গোপনে বা আড়াল থেকে পরিস্থিতি দেখছে, তাদের মনে রাখা উচিত—হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি আদর্শের জন্য লড়াই করতে গিয়েই জীবন দিয়েছেন।
পোস্টে আরও বলা হয়, দেশের লক্ষ-কোটি মানুষ শহীদ হাদির জন্য দোয়া করবে, তার জান্নাত কামনায় মোনাজাত করবে। ইশরাক হোসেন উল্লেখ করেন, শহীদরা কখনো সত্যিকার অর্থে মারা যান না, বরং তারা মানুষের স্মৃতি ও চেতনায় অমর হয়ে থাকেন।
ইশরাক হোসেন লেখেন, হাদির আত্মত্যাগের বিনিময়ে জাতির ভবিষ্যৎ, ইনশাআল্লাহ, অনিশ্চয়তা কাটিয়ে একটি স্পষ্ট ও সঠিক পথে এগিয়ে যাবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ অনেক আগেই একটি রাজনৈতিক দল হিসেবে তার স্বাভাবিক চরিত্র হারিয়েছে এবং এখন তা একটি সন্ত্রাসী গোষ্ঠীর রূপ নিয়েছে, যাদের নৃশংসতার সীমা নেই।
পোস্টে তিনি আরও কঠোর ভাষায় বলেন, আওয়ামী লীগ একটি ক্যান্সারের মতো হয়ে উঠেছে। হাদির ওপর হামলায় জড়িত শুটার, তাদের সহযোগী এবং যারা অডিও বার্তায় দম্ভ দেখিয়েছে—সেসব পলাতক ব্যক্তিদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দেন যে, এখন থেকে তাদের খোঁজ নেওয়া হবে। তারা যে দেশেই পালিয়ে থাকুক না কেন, আইনের আওতার বাইরে থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন আরও লেখেন, হাদির হত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনে দেশের বাইরে গিয়েও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। পোস্টের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্র বিদেশি আগ্রাসন প্রতিরোধের পূর্ণ সক্ষমতা অর্জন করবে, ইনশাআল্লাহ।





























