২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা।
Published : ২০:১৮, ২০ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শেষ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজা শেষে শাহবাগে সমবেত হয়ে এই আল্টিমেটাম দেন তারা।
অবস্থান কর্মসূচিতে শহীদ হাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “২৪ ঘণ্টার মধ্যে বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি জানানো না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে।”
এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজাস্থলে উপস্থিত জনতা এবং টেলিভিশনের সরাসরি সম্প্রচার দেখা মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়; অনেককে অশ্রুসিক্ত হতে দেখা যায়।
জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৩টায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধির পাশে শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়।
শাহবাগে সমবেত ছাত্র-জনতা হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে শাহবাগ ত্যাগ করেন, তবে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিডি/এএন





























