ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলো নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক মন্তব্যকে তীব্র সমালোচনা করেছেন ভারতের লোকসভার সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুর।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে অভিহিত করেছেন।
শশী থারুর বলেন, “বাংলাদেশের একজন ছাত্রনেতা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। তিনি এমন দাবি করেছেন যে, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে তারা ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবেন। এমন কথা বলার অধিকার কে তাঁকে দিয়েছে?”
তিনি আরও প্রশ্ন তোলেন, এই ধরনের উসকানিমূলক বক্তব্যের পেছনে অন্য কোনো গোষ্ঠীর গূঢ় উদ্দেশ্য আছে কি না। তিনি বলেন, প্রতিবেশী দেশে স্থিতিশীলতা, গণতন্ত্র এবং শান্তি বজায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের স্পর্শকাতর মন্তব্য সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্বাধীনতা এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রসঙ্গে মন্তব্য করতে দেখা গেছে। এই বক্তব্যের প্রেক্ষিতে ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিকদের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে।

































