ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২০, ২০ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয়ভাবে শনিবার (২০ ডিসেম্বর) শোক পালন করা হচ্ছে।

এই আবহেই শহীদ হাদির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দল রাজশাহী ওয়ারিয়র্স একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দলটি তাদের আসন্ন আসরের অফিসিয়াল জার্সি শহীদ শরিফ ওসমান হাদির নামে উৎসর্গ করার ঘোষণা দিয়েছে।

শনিবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে রাজশাহী ওয়ারিয়র্স জানায়, শহীদ হাদির আত্মত্যাগ, আদর্শ ও অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, শ্রদ্ধা ও সংযমের অংশ হিসেবে কোনো ধরনের আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হবে না। নির্ধারিত সময় অনুযায়ী দলের অফিসিয়াল ফেসবুক পেজসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটি প্রকাশ করা হবে।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়, এই জার্সি উৎসর্গ শহীদ শরিফ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্স পরিবারের সঙ্গে সবসময় যুক্ত থাকবে বলেও উল্লেখ করা হয়।

এরপর এক ফেসবুক পোস্টে রাজশাহী ওয়ারিয়র্স আরও জানায়, ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করেছে এবং তার প্রতি সম্মান জানিয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভক্ত ও সমর্থকদের প্রত্যাশার প্রতি সম্মান রেখে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জার্সিটি প্রকাশ করা হবে।

এদিকে আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস।

সিলেট পর্ব শেষে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়। তিনটি ভেন্যু মিলিয়ে এবারের বিপিএলে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে-অফ পর্বের সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement