আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৩, ১৩ জানুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ভারত দলের বিপক্ষে আগামী ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সিরিজ শেষ হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ার শেষ করবেন।

২০১০ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া হিলি ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ওয়ানডে ফরম্যাটে ৩,৫০০ এর বেশি এবং টি-টোয়েন্টিতে ৩,০৫৪ রানের মতো মূল্যবান সংগ্রহ করেছেন। বিশেষভাবে, টি-টোয়েন্টিতে তার ১৪৮* রানের ইনিংসটি দেশের জন্য রেকর্ড হিসেবে বিবেচিত হয়।

উইলো টক পডকাস্টে হিলি জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি শারীরিকের চেয়ে মানসিকভাবে বেশি ক্লান্ত বোধ করছেন। চোটের পাশাপাশি মানসিক শক্তি হ্রাস পাওয়ায় তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করতে এবং জিততে চাই, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই আগ্রহ কিছুটা কমেছে।”

ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া টেস্ট ও ওয়ানডে সিরিজে অংশ নেবেন হিলি, তবে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলবেন না। ৬ থেকে ৯ মার্চ পার্থে অনুষ্ঠিতব্য দিন-রাতের টেস্ট ম্যাচটি তার ১১তম ও শেষ টেস্ট হবে, যা দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শেষ করবেন।

হিলির অবসরের পর ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে। তার ক্যারিয়ারে ছয়টি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দুইটি ওয়ানডে বিশ্বকাপ জয় রয়েছে। এছাড়া, ২০১৮ ও ২০১৯ সালে তিনি আইসিসি নারী টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement