চার কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা তারেক রহমানের

চার কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা তারেক রহমানের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৪, ২২ জানুয়ারি ২০২৬

ক্ষমতায় এলে দেশের প্রায় চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, প্রতিটি পরিবারের ক্ষেত্রে এই কার্ডটি পরিবারের প্রধান নারী সদস্যের নামে ইস্যু করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। অনুষ্ঠানে তিনি তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তারেক রহমান বলেন, প্রকৃত অর্থে গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি জনপ্রতিনিধি নির্বাচিত করা যায়, তাহলে নাগরিকদের পক্ষ থেকে তাদের জবাবদিহির আওতায় রাখা সম্ভব হয়। তিনি উল্লেখ করেন, শহরের উন্নয়ন, সুশাসন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগ্রহী প্রার্থীদের জন্য বহুমাত্রিক দক্ষতা উন্নয়নে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হবে। পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তারেক রহমান জানান, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সঙ্গে কথা বলা এবং গত ১৭ বছর ধরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ভাবনার ফল হিসেবেই এসব পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সিলেট বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement