পদ ফিরে পেলেন বিসিবির অর্থ কমিটির পরিচালক নাজমুল

পদ ফিরে পেলেন বিসিবির অর্থ কমিটির পরিচালক নাজমুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৫, ২৫ জানুয়ারি ২০২৬

নানা বিতর্ক এবং সমালোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির পরিচালক এম নাজমুল ইসলাম তার পদ ফিরে পেয়েছেন। ক্রিকেটারদের সম্ভাব্য বয়কটের মুখে শোকজ দেওয়ার পর তিনি যে জবাব দিয়েছেন, তা বিসিবিকে সন্তোষজনক মনে হওয়ায় বোর্ড তাকে পুনর্বহাল করেছে।

শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্তে নাজমুল ইসলাম আবারও অর্থ কমিটির দায়িত্বে ফিরে যান। তিনি জানিয়েছেন, বিসিবিকে দেওয়া তার জবাবের পর বোর্ড সন্তুষ্ট হওয়ায় তার পদ পুনঃস্থাপন করা হয়েছে। এখন থেকে তিনি অর্থ কমিটির সব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন।

এর আগে, গত ১৪ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে নাজমুলকে প্রশ্ন করা হয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না। জবাবে তিনি বলেছিলেন, “বিসিবির ক্ষতি হবে না, ক্রিকেটারদেরই ক্ষতি হবে। কারণ খেললে তারা ম্যাচ ফি পাবেন, ম্যাচসেরা হলেও পারফরম্যান্স অনুযায়ী (আলাদা ফি) পাবেন। বোর্ডের কোনো লাভ-ক্ষতি নেই। বিশেষত এই বিশ্বকাপের জন্য। যদি তারা অংশ না নেন, আমরা যে কোটি কোটি টাকা খরচ করেছি, আমরা কি সেই টাকা ফেরত চাইব?”

এরপরই ক্রিকেটাররা তাকে বোর্ডে রাখলে বয়কট করার হুমকি দেন। এর প্রেক্ষিতে বিসিবি নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়, কিন্তু তিনি শুরুর দিকে সাড়া দেননি। তারই মধ্যে তাকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী, শোকজের জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হয়। নির্ধারিত সময়ের পরে জবাব জমা দেন নাজমুল। এরপর ডিসিপ্লিনারি কমিটির কাছে তার অবস্থান ব্যাখ্যা করলে বোর্ড তা সন্তোষজনক মনে করে। এই কারণেই বিসিবি তার হারানো পদ পুনর্বহাল করেছে এবং তিনি আবার অর্থ কমিটির দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement