বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের প্রতি ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, ধানের শীষের প্রার্থীদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং তাদের জয় নিশ্চিত করে সংসদে পাঠাতে হবে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় নাছির উদ্দীন নাছির এই আহ্বান জানান।
তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশে অগণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার পদত্যাগে বাধ্য করা হয়েছে।
নাছির উদ্দীন নাছির আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনভর কাজ করে গেছেন। আগামী নির্বাচনে যদি নেতাকর্মীরা তাদের শক্তি মেলাতে পারে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পাঠানো যায়, তাহলে দেশ পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসবে।
তিনি সতর্ক করে বলেন, একটি বিশেষ গোষ্ঠী সূক্ষ্মভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে জনগণ এই অপপ্রচারের ফাঁদে পড়বে না এবং তাদের বয়কট করবে।
নাছির উদ্দীন নাছির উল্লেখ করেন, টিকিট বিক্রির মতো ধোঁকাবাজি এবং ইসলামকে ব্যবহার করে অন্যায় রাজনীতির চেষ্টা জনগণের কাছে অসফল হবে। জনগণ ১২ ফেব্রুয়ারি এই ধরনের অন্যায় ও অরাজনৈতিক কর্মকাণ্ডের জবাব দিবে।

































