ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন, মূল্যসূচকে বড় উত্থান

ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন, মূল্যসূচকে বড় উত্থান

The Business Daily

Published : ১২:৪৪, ৪ আগস্ট ২০২৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (৩ আগস্ট) বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার খবরে বাজারে চাঙা ভাব ফিরে আসে। এই দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১৩৭ কোটি ৪০ লাখ টাকা, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। মূল্যসূচকও বাড়ে প্রায় ৯২ পয়েন্ট। সকালে লেনদেন শুরুর পর থেকেই বস্ত্র খাতের শেয়ারগুলোর দাম বাড়তে থাকে। ধীরে ধীরে অন্যান্য খাতের শেয়ারের দামও বাড়তে শুরু করে, ফলে ডিএসইএক্স সূচক দাঁড়ায় ৫,৫৩৬ পয়েন্টে। একইভাবে শরিয়াহ সূচক ২২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়েছে।

দিনশেষে ডিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১২২টির কমেছে এবং ৫৮টির দাম অপরিবর্তিত ছিল। ভালো কোম্পানির শেয়ারে আগ্রহ বেশি থাকলেও কিছু ‘জেড’ গ্রুপ কোম্পানির দামও বেড়েছে। লেনদেনে সবচেয়ে এগিয়ে ছিল উত্তরা ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন ও সিটি ব্যাংক।

শীর্ষ ১০ লেনদেনকারী প্রতিষ্ঠানের তালিকায় আরও ছিল স্কয়ার ফার্মা, মালেক স্পিনিং, যমুনা ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধারায় সূচক ২৭০ পয়েন্ট বেড়ে যায় এবং লেনদেন হয় ২০ কোটি টাকার বেশি। এতে বিনিয়োগকারীদের আস্থার পুনরাবৃত্তি ও বাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকার আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement