‘এই সাফল্য সত্যিই তোমার প্রাপ্য’, ব্যালন ডি’অর জয়ে দেম্বেলেকে শুভেচ্ছা মেসির

Published : ১২:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ব্যালন ডি’অর জয়ের পর যখন ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রে উসমান দেম্বেলে, তখন তাঁর আনন্দে শরিক হলেন সাবেক সতীর্থ লিওনেল মেসিও। ফরাসি ফরোয়ার্ডের এই অর্জনে আর্জেন্টাইন কিংবদন্তি জানালেন আন্তরিক অভিনন্দন।
এক বিবৃতিতে মেসি লিখেছেন- “গ্রান্দে ওউস। অভিনন্দন। আমি সত্যিই তোমার জন্য খুশি। এই স্বীকৃতি তুমি পাওয়ারই যোগ্য।”
বার্সেলোনায় কয়েক মৌসুম একসঙ্গে খেলেছেন মেসি ও দেম্বেলে। চোটের কারণে দেম্বেলে মাঠে কম থাকলেও দুজনের পারস্পরিক বোঝাপড়া ছিল অসাধারণ।
অন্যদিকে, তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপে সাফল্যের পেছনে বড় অবদান রেখেছেন তিনি। মাত্র ১৮ বছর বয়সেই মৌসুমজুড়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট করে নজর কাড়েন এই প্রতিভাবান উইঙ্গার।
BD/AN