ভারতীয় দলকে যে শাস্তি দিল আইসিসি

ভারতীয় দলকে যে শাস্তি দিল আইসিসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় নারী ক্রিকেট দলকে আইসিসি কঠোর শাস্তি দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে নির্ধারিত ওভার রেট পূরণে ব্যর্থ হওয়ায় ভারতকে ম্যাচ ফিরের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

দিল্লিতে অনুষ্ঠিত ওই ম্যাচে বেথ মুনি ও স্মৃতি মান্ধানার শতকের পরও ভারত জিততে পারেনি; অস্ট্রেলিয়া ৪৩ রানে জয় লাভ করে। নির্ধারিত সময়ের তুলনায় ভারত দুই ওভার পিছিয়ে থাকায় এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী এই শাস্তি দেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক ওভার না খেললে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করতে হয়। তাই ভারত দলকে মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেন, ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement