বাংলাদেশকে সামনে রেখে ম্যাচের আগে মুখ খুললেন আসালঙ্কা

Published : ১৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। অন্যদিকে, ফাইনালের আশা টিকিয়ে রাখতে লঙ্কানদের সামনে এখন কঠিন লড়াই, তবে পাকিস্তানের বিপক্ষে জয় পেলে তারা আবারও সমতায় ফেরার সুযোগ পাবে।
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বাংলাদেশের বিপক্ষে হারের প্রসঙ্গ টেনে আক্রমণাত্মক হলেও কৌশলগত মন্তব্য করেছেন। তাঁর মতে, বাংলাদেশ ম্যাচে দলটি বাজেভাবে হেরেছে, তবে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।
আসালঙ্কা বলেন, “হ্যাঁ, আমরা সবাই জানি এই ম্যাচটা আমাদের জিততেই হবে। সুপার ফোরের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে আমরা খারাপভাবে হেরেছি, তবে সেটা ভুলে সামনে এগোতে হবে। যদি পরের দুটি ম্যাচ জিততে পারি, তাহলে ফাইনালে পৌঁছানো সহজ হবে।”
তিনি আরও যোগ করেন, আবুধাবির উইকেট দুবাইয়ের তুলনায় বেশি শুষ্ক। এতে ব্যাটসম্যান ও পেসারদের সুবিধা মিললেও স্পিনাররা তুলনামূলক কম সাহায্য পাবেন। তাঁর বিশ্বাস, পেসারদের জন্য এটি ভালো সুযোগ হতে পারে।
আসালঙ্কা মনে করেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁদের পেসাররা দুই ওভারে দুই উইকেট তুলে নিয়েছিল, যা ছিল বিরল ঘটনা। তবে পরের ম্যাচে অনুকূল উইকেট পেলে আবারও এমন সাফল্য আসতে পারে।
শ্রীলঙ্কা আজ রাতেই পিচ রিপোর্ট হাতে পেয়ে তাদের কৌশল চূড়ান্ত করবে।
BD/AN