সীতাকুণ্ডে অভিযানকালে সন্ত্রাসী হামলা, নিহত র‍্যাব কর্মকর্তা

সীতাকুণ্ডে অভিযানকালে সন্ত্রাসী হামলা, নিহত র‍্যাব কর্মকর্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৮, ১৯ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল দিকে জঙ্গল সলিমপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা মোতালেব ডিএডি পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

ঘটনাটি নিশ্চিত করে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, বিকেলে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় বিশেষ অভিযানে যায়। অভিযানের সময় দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

এই হামলায় র‍্যাবের তিন সদস্য গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, অভিযানের সময় র‍্যাবের আরও দুই সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রাখার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জঙ্গল সলিমপুর এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি এলাকায় এসে আসামি ধরার চেষ্টা করলে আলিনগর এলাকার কয়েকজন বাসিন্দা তাদের ওপর হামলা চালায়। ওই হামলায় তিনজন গুরুতর আহত হন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement