আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৩, ১৯ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার আগেই ধারণ করা এই ভাষণটি সন্ধ্যা সাড়ে ৬টায় একযোগে সম্প্রচার করা হবে।

বিজ্ঞপ্তিতে দেশের সব ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে নির্ধারিত সময়ে একযোগে ভাষণটি প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ভাষণে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি এবং দেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement