বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে খুলনায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য,
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি ভার্টিগো রোগে ভুগছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে কবি আব্দুল হাই শিকদারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে খুলনায় পৌঁছানোর আগেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
দৈনিক যুগান্তরের খুলনা অফিস প্রধান আহমদ মুসা রঞ্জু জানান, খুলনায় আসার পথে কবি আব্দুল হাই শিকদারের শারীরিক অবস্থার অবনতি হলে নগরীর ময়লাপোতা মোড় এলাকায় অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সোমবার দুপুরের দিকে হাসপাতালে ভর্তি করে তার ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রক্ত সঞ্চালনজনিত জটিলতাসহ অন্যান্য সমস্যার কারণে চিকিৎসকদের পরামর্শে তার এমআরআইও করা হয়েছে।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন। এদের মধ্যে ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, ড্যাব নেতা ডা. মোস্তফা কামাল, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।
এদিকে কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদারের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহসভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। একই সঙ্গে শুভকামনা জানিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহসভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।






























