মিঠুনের মন্তব্য, শুধুই অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি যথেষ্ট নয়
Published : ২১:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
তার এই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে এবং সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়।
কোয়াবের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দেশের প্রথম বিপিএল ম্যাচে কোনো ক্রিকেটার মাঠে নামেননি, যার ফলে খেলা সম্পূর্ণভাবে স্থগিত হয়েছে। বিকেলে বিসিবি নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে এই পদক্ষেপ কোয়াব এবং ক্রিকেটারদের সন্তুষ্ট করতে পারেনি।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, নাজমুলের বিতর্কিত মন্তব্যের পর তার বোর্ডে থাকা উচিত নয়। অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয়; আমরা চাই তিনি বিসিবির পরিচালক পদ থেকেও পদত্যাগ করুন।
গতকাল নাজমুল ইসলাম বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণে ক্ষতি হবে বিসিবির না, বরং ক্রিকেটারদের হবে, কারণ খেললে তারা ম্যাচ ফি এবং পারফরম্যান্স অনুযায়ী অর্থ পান। তিনি আরও প্রশ্ন তোলেন, যদি ক্রিকেটাররা কিছুই করতে না পারে, তাহলে যে কোটি কোটি টাকা বোর্ড ব্যয় করেছে, তা ফেরত চাই কি না।
ক্রিকেটারদের অসন্তোষ এবং কোয়াবের বয়কট কার্যক্রমের মধ্যে নাজমুল ইসলামের বিরুদ্ধে পদত্যাগের দাবিই এখন মূল চাহিদা। বিসিবির এই সংকট কবে মিটবে, তা সময়ই প্রমাণ করবে।
বিডি/এএন






























