নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা চলছে: শিল্প উপদেষ্টা

নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা চলছে: শিল্প উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:২৪, ১৯ জানুয়ারি ২০২৬

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নির্বাচনকে পুরোপুরি শঙ্কামুক্ত ও সুষ্ঠু করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভোটের দিন যেন মানুষ পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে, উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগের সরকারের সময় অনেক মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সাধারণ ভোটের পাশাপাশি জনগণ গণভোটেও অংশ নেবেন। এই ভোটপ্রক্রিয়া বাংলাদেশের ভবিষ্যৎকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত গণভোট উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। তিনি বলেন, ভোট ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। কারণ, সরকারের পক্ষ থেকে ভোটের গাড়িসহ বিভিন্ন মাধ্যমে গণভোট বিষয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন্নাহার শাম্মির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার জুনায়েদ বিন মর্তুজা, সহকারী পুলিশ সুপার মো. ফায়জুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement