অমিত হাসানের সঙ্গে শাবনূরের নাচের ভিডিও ভাইরাল

অমিত হাসানের সঙ্গে শাবনূরের নাচের ভিডিও ভাইরাল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৭, ২০ জানুয়ারি ২০২৬

নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমার অন্যতম পরিচিত মুখ ছিলেন শাবনূর। কোটি মানুষের হৃদয়ের নায়িকা এই অভিনেত্রী বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে থাকলেও জনপ্রিয়তায় তার কোনো ভাটা পড়েনি।

গত বছরের এপ্রিলে শাবনূর সিডনিতে থাকাকালীন ঢাকায় ফিরেছিলেন, তবে ঢাকায় কাটানো সময় ছিল মাত্র আট ঘণ্টা। অসুস্থ মাকে সঙ্গে নিয়ে তিনি আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, বছর শেষে ঢাকায় ফিরে আসবেন।

কিন্তু বাংলাদেশে না এসে তার যাত্রার গন্তব্য পরিবর্তিত হয়ে যুক্তরাষ্ট্র হয়ে যায়। এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার একমাত্র সন্তান আইজান নেহানের। শাবনূর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, সে কি আমেরিকা যেতে চায়। তার উত্তর ছিল সরাসরি ‘হ্যাঁ’। সেই ‘হ্যাঁ’-এর কারণে শাবনূর তার ভ্রমণের পরিকল্পনা নতুনভাবে সাজান।

যুক্তরাষ্ট্রে পৌঁছে শাবনূর বেশ কয়েকটি সামাজিক ও বিনোদনমূলক আয়োজনের অংশ হন। সম্প্রতি দেখা গেছে, তিনি মৌসুমীর সঙ্গে সময় কাটাচ্ছেন। এছাড়া তিনি আড্ডা দিয়েছেন অমিত হাসান, কাজী মারুফ ও মাহিয়া মাহিদের সঙ্গে। কাজী মারুফ সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে গান বাজছে—“একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও”—এই গানটির সঙ্গে নাচছেন অমিত হাসান ও শাবনূর। অনুষ্ঠানের অংশবিশেষ নিজেই লাইভ করেছেন কাজী মারুফ।

রোববার (১৮ জানুয়ারি) কাজী মারুফের বাসায় অনুষ্ঠিত ঘরোয়া আয়োজনে শাবনূর উপস্থিত ছিলেন। সেখানে তিনি অমিত হাসানের সঙ্গে দ্বৈতভাবে গান গাইতে দেখা গেছে। ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূর দেশের চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা করেছেন। সমসাময়িক অভিনেতাদের মধ্যে মৌসুমী, অমিত হাসান ও কাজী মারুফের সঙ্গে তিনি আড্ডা দিয়েছেন, স্মৃতিচারণায় মেতে উঠেছেন। এছাড়া মামুন ইমন, রেসিসহ আরও কয়েকজন শিল্পীর সঙ্গে দেখা ও সময় কাটানোর সুযোগ পেয়েছেন।

পুরনো দিনের গল্পগুলো স্মরণ করে শাবনূর নিজের ভ্রমণকে সমৃদ্ধ করেছেন, যা সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস তৈরি করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement