বাংলাদেশ কে বিশ্বকাপে দেখা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট

বাংলাদেশ কে বিশ্বকাপে দেখা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:২৬, ১৬ জানুয়ারি ২০২৬

ফিফা ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এখানেই থামতে চায় না বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা; ভবিষ্যতে আরও বেশি দেশকে বিশ্বকাপের মঞ্চে আনার ভাবনাও রয়েছে তাদের।

এই প্রেক্ষাপটে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক নিচে থাকা বাংলাদেশকেও একদিন বিশ্বকাপে দেখার আশার কথা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন ইনফান্তিনো। ওই ভিডিওতে তিনি সরাসরি বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে।’

ইনফান্তিনো বলেন, ফিফা বিশ্বকাপ কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য নয়; বিশ্বের প্রতিটি দেশেরই সেখানে খেলার সুযোগ থাকা উচিত। বিশ্বব্যাপী ফুটবলের বিস্তার ও উন্নয়নই ফিফার প্রধান লক্ষ্য। সে কারণেই ২০২৬ সাল থেকে বিশ্বকাপের পরিসর বাড়িয়ে ৪৮ দলে উন্নীত করা হয়েছে, যার ফলে আগে সুযোগ না পাওয়া অনেক দেশ নতুন করে সম্ভাবনার দুয়ার খুলে পেয়েছে।

তিনি কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো দেশগুলোর উদাহরণ তুলে ধরে বলেন, বিশ্বকাপের দরজা এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। সঠিক পরিকল্পনা ও কাঠামো থাকলে নতুন দেশগুলোর জন্যও বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব।

ফিফা প্রেসিডেন্টের মতে, ফুটবলের টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা অপরিহার্য। বয়সভিত্তিক দল গঠন, উন্নতমানের কোচিং ব্যবস্থা, এবং নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে পারলে বাংলাদেশের মতো দেশও একদিন বিশ্বকাপে জায়গা করে নিতে পারে।

বর্তমানে বাংলাদেশের ফুটবল ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ফিফার বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়মিত সহায়তা পাচ্ছে দেশটি। তবে ইনফান্তিনোর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে—সুযোগ তৈরি হলেও সেটিকে কাজে লাগানো পুরোপুরি নির্ভর করবে দেশের ফুটবল ফেডারেশন, পরিকল্পনা ও কাঠামোগত উন্নয়নের ওপর।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement