সাফ নারী ফুটসাল জয়ী দলের প্রতি তারেক রহমানের উষ্ণ অভিনন্দন
Published : ২০:৩৪, ২৫ জানুয়ারি ২০২৬
মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়ে সাফ ফুটসাল টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ঐতিহাসিক সাফল্যের পর দেশি ক্রীড়াপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের জন্য অনুপ্রেরণামূলক এই খবরের সঙ্গে যোগ করে, নারী ফুটবল দলের এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যে এমন আনন্দদায়ক খবর পাওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তিনি দেশের নারী ফুটসাল দলের এই সাফল্যকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত, এই দলের আরও লালন-পালন ও ক্ষমতায়ন করা। এতে তারা দেশের সম্ভাবনা ও প্রতিভাকে আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করতে পারবে।
উল্লেখ্য, এ বছর প্রথমবারের মতো মাঠে গড়ানো সাফ ফুটসাল টুর্নামেন্টে নারী ও পুরুষ উভয় দলের অংশগ্রহণ ছিল। তবে প্রথম আসরেই বাংলাদেশের নারী দল নিজেদের দারুণ দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে।
শেষ ম্যাচে তারা মালদ্বীপকে ১৪-২ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিত্বে দেশের ক্রীড়া অঙ্গনের জন্য গৌরব সৃষ্টি করেছে।
বিডি/এএন
































