গরমে অতিষ্ঠ রংপুর অঞ্চলের মানুষ

গরমে অতিষ্ঠ রংপুর অঞ্চলের মানুষ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ছয় ঋতুর বাংলাদেশে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রংপুর অঞ্চলের মানুষ। সেপ্টেম্বর মাস অর্থাৎ শরতকালে রংপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩১ থেকে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকে।

দুপুরে গরম ভোররাতে হালকা শীত অনুভূত হত। এ নিয়মে চলে আসছিল প্রকৃতি। কিন্তু এবার প্রকৃতি ক্ষেপেছে। গত কয়েকদিন থেকে রংপুরে  বেড়েছে তাপমাত্রা। ক্রমেই তা অসহনীয় হয়ে উঠছে।

২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়াবিদ বলেন, এমন তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়ে থাকে। এসময় এমন তাপমাত্রা সাথে পরিচিত নয় রংপুর অঞ্চলের মানুষ। গত ৩০ বছরের  আশ্বিন মাসে এমন তাপমাত্রা দেখা যায়নি। এমন তথ্য জানা যায় আবহাওয়া অফিস ও প্রবীণদের সাথে কথা বলে।

কয়েকদিনের হালকা ও মাঝারি বৃষ্টির পর রংপুরসহ আশপাশ এলাকার প্রকৃতি রুক্ষ হয়ে উঠায় জনজীবনে অস্বস্থি নেমে এসেছে। সেই সাথে প্রকৃতিতে পড়ছে নেতিবাচক প্রভাব। রংপুর আবহওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩ টায় রংপুর এবং আশপাশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। কোথাও কোথাও  তাপমাত্রা কাটা ৩৭ ডিগ্রীতে ছুঁই ছুঁই করছিল।

বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। গত বুধবার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রীর ওপরে। ফলে  প্রচন্ড গরমে হাসফাস উঠেছে জনজীবনসহ প্রাণিকূলেও। আবহাওয়া অফিসের তথ্যমতে এমন আবহাওয়া গত কয়েক বছরে দেখা যায়নি।

গুপ্তপাড়ার এক প্রবীণ ব্যক্তি বলেন  আশ্বিন মাসে এত গরম গত ৩০ বছরে দেখিনি। এটি ভাল লক্ষণ নয়। নগরে দুর্গাপূজা উপলক্ষ্যে শুক্রবারেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। কিন্তু প্রচন্ড তাপদাহের কারণে ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার সমাগম ছিল একেবারে কম।

ব্যবসায়ীদের হাত-পা গুটিয়ে বসে থাকতে দেখা গেছে। নগরীর বস্ত্র ব্যবসায়ীগণ বলেন, গরমের কারণে দিনের বেলা তেমন একটা ক্রেতা আনেনি। তবে সন্ধ্যার পরে ক্রেতার সমাগম অনেক রেড়েছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিহার রহমান বলেন, সেপ্টেম্বর মাসে সাধরণত এমন তাপমাত্রা দেখা যায় না। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে এমনটা হচ্ছে।

এ সময় তাপপ্রবাহ বয়ে যাওয়া মানে অস্বাভাবিক আবহাওয়া। গত কয়েক বছরের মধ্যে এমন আবহাওয়া দেখা যায়নি। কত বছর পরে এমন আবহাওয়া হল এপ্রসঙ্গে তিনি বলেন পরিসংখ্যান না দেখে বলা যাবে না। তবে প্রবীণদের মতে গত ২৫ থেকে ৩০ বছরে  সেপ্টেম্বরে এমন আবহাওয়া দেখা যায়নি। 
 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement