ইশরাকের খোলামেলা বক্তব্য বিসিবি নির্বাচন নিয়ে

Published : ২৩:০৬, ১ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে যখন জল্পনা-কল্পনা, বিতর্ক ও নানা সমালোচনার ঝড় বইছে, তখন বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (১ অক্টোবর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শুধু বিসিবি নির্বাচন নয়, রাজনীতিবিদদের ক্রীড়া অঙ্গনে সম্পৃক্ততা নিয়েও খোলামেলা মন্তব্য করেন।
ইশরাক জানান, কয়েক দিন ধরে বিসিবি নির্বাচন নিয়ে অনেক কিছু বলা হলেও তিনি এখন পর্যন্ত কোনো পাবলিক প্ল্যাটফর্মে অবস্থান জানাননি, কারণ এতে নির্বাচন প্রভাবিত হতে পারত। তবে এবার তিনি সীমিত কিছু বলছেন। তার ভাষায়, ‘সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে।’
তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পরিবারের সদস্যরা কেবল দেশ ও জাতির কল্যাণের স্বার্থে ক্রিকেট বোর্ডে আসতে চেয়েছেন। ক্রিকেট সবার ভালোবাসার জায়গা, গর্বের জায়গা। অথচ কেউ কেউ বলছেন, রাজনীতিবিদ বা তাদের পরিবারের সদস্যরা ক্রীড়া সংগঠক হলে সেটা হারাম! ইশরাক বলেন, এটি কোনো কেলেঙ্কারি বা বেআইনি কাজ নয়।
তার মতে, যারা প্রার্থী হয়েছেন তারা সবাই যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল জাতীয় ও জেলা পর্যায়ের ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং কাঙ্ক্ষিত অবদান রাখা। কিন্তু বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় ‘কিংস পার্টি’র মদদে একজন উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং কাউন্সিলর নিয়োগে বৈষম্য তৈরি করেছেন।
ইশরাক আরও অভিযোগ করেন, বিএনপির পরিবারের সদস্যরা গত ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এখন সরকারের কিছু উপদেষ্টা সেই একই পথ অনুসরণ করছেন। তাদের প্রশ্ন—‘বিএনপির লোকজন বিসিবিতে কী করছে?’ এ প্রসঙ্গে ইশরাকের মন্তব্য, ‘মহান আল্লাহ চাইলে শিগগিরই দেখা যাবে, তারা বিসিবিতে কী করছে এবং কী ধরনের অবদান রাখছে।’
বিডি/এএন